কবিতা – সঠিক পথ

কবিতা – সঠিক পথ
কবি – রুহুল আমিন সোহেল
-----------------------------------

জন্ম যখন হয়েছে মোদের মৃত্যুটাও হবে
মনে করো না আজীবন মোরা রবো এই ভবে।

পরকালের ভয়ে মোরা সত্য কথা বলব
সত্যটাকে আঁকরে ধরে মিথ্যা ছুড়ে ফেলব।
শরীরে শক্তি আছে বলে কি অসৎ পথে চলবো?
তা না করে ন্যায়ের পথে বীরের মতো লড়বো।
চিন্তা করি বড় হয়ে সৈনিক পদ ধরবো
মৃত্যু হলেও নাই ভয় দেশের জন্য মরবো।
অসৎ পথ ছেড়ে মোরা সঠিক পথ ধরবো

এটাই মোদের গর্ব।

(বিঃ দ্রঃ কবিতাটি আমার কিশোর বয়সে লেখা। তাই ভূল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।)

Post a Comment

0 Comments